জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, দিনাজপুর এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র,দিনাজপুর ।


দেশের প্রাণিজ আমিষের চাহিদা পুরণের লক্ষ্যে গবাদিপশুর জাত উন্নয়ন করে মুখ ও আংদের উৎপাদন বৃদ্ধির জন্য পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা পুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভূমিহীন, খেটে খাওয়া মানুষের আয়ের উৎস হিসেবে উন্নত জাতের গাভী পালন পুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। গ্রামবাংলার অনেক কৃষক শুধুমাত্র দুধ বিক্রির অর্থ দিয়ে তাঁদের জীবিকা নির্বাহ করে থাকেন। এছাড়াও এ অঞ্চলের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পুরন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, পুঁজি বিনিয়োগ, মাংস, দুধ ও অন্যান্য প্রাণিজাত পণ্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জন, জৈব সার উৎপাদন করে রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমানো, জমির উর্বরা শক্তি বৃদ্ধি, মাংস ও পশুজাত পণ্য রপ্তানী, পল্লী এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ইত্যাদিতে গবাদিপশু পালন ব্যাপক ভূমিকা রেখে আসছে। শতাদিপশুর জাত উন্নয়নে দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রত্যক্ষ সহযোগীতায় ৪৫০০ জন বেকার যুবককে এ আই টেকনিশিয়ান (স্বেচ্ছাসেবী) হিসেবে কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। বর্তমানে ২২১ মিলি/জন/দিন দুধ, ১৪০ গ্রাম/জন/দিন মাংস ও ১৩৭টি /জন/বৎসর ডিমের প্রাপ্যতা নিশ্চিত করা হয়েছে যা দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিগত তিন বছরে কৃত্রিম প্রজনন দপ্তর কর্তৃক অর্জন ও অবদান নিম্নে তুলে ধার হলো।

 

 

 দিনাজপুর জেলার সাধারন তথ্যাদিঃ

আয়তনঃ

৩,৪৪৪.৩০ ব:কিঃমিঃ (১৩২৯.৮৫ বঃ মাঃ)

লোক সংখ্যাঃ

৩৩,১৫,২৩৮ জন

(২০২২ সালের জনশুমারী অনুয়ায়ী)

পুরুষ

১৬,৬০,৯৯৭ জন।

মহিলা

১৬,৫৪,২৪১ জন।

তৃতীয় লিঙ্গ

১৬২

জনসংখ্যা বৃদ্ধির হার:

০.৯৮%

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত জনসংখ্যা:

৫২,৯৩৯ জন।

উপজেলার সংখ্যাঃ

১৩ টি (বোচাগঞ্জ, বিরল, কাহারোল, বীরগঞ্জ,

দিনাজপুর সদর, খানসামা, চিরিরন্দর, ফুলবাড়ী,

পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট)

পৌরসভার সংখ্যাঃ

০৯টি

সিটি কর্পোরেশনঃ

নেই

ইউনিয়নের সংখ্যাঃ

১০৩ টি

গ্রামের সংখ্যাঃ

২,১৩১টি

মৌজার সংখ্যাঃ

১,৯২৬টি

থানাঃ

১৩ টি

হাট-বাজারঃ

২৭৩ টি

নদীঃ

১৯ টি

মোট পরিবারের (খানা) সংখ্যাঃ

৮,৩৭,০০২টি

প্রতি বর্গকিঃমিঃ-এ লোক সংখ্যার ঘনত্বঃ

৯৬৩ জন (প্রায়)

কৃষক পরিবারের সংখ্যাঃ

৪,৮০,৭৫৬ টি

পোলট্রি হ্যাচারীঃ

৪টি

স্থল বন্দরঃ

২ টি (হিলিহাকিমপুর ওবিরল )

আশ্রয়নঃ

৫২ টি

আদর্শগ্রামঃ

২৯ টি

প্রধান রপ্তানী পণ্য

ধান, চাল, গম, আম, লিচু, কাঠাল, গুড়, ইক্ষু

দর্শনীয় স্থান

কান্তজীউ মন্দির, স্বপ্নপুরী, রামসাগর, সীতাকোট বিহার,

সিংড়া ফরেস্ট, নয়াবাদ মসজিদ, শুরা মসজিদ ইত্যাদি বিখ্যাত।


জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, দিনাজপুর এর জনবলের তথ্যাদিঃ

 

ক্রমিক নং

পদের নাম

মঞ্জুরীকৃত পদ সংখ্যা

কর্মরত সংখ্যা

শূন্য পদ

০১

উপ-পরিচালক

০১ টি

০১ টি

০০ টি

০২

থেরিওজেনোলজিস্ট

০১ টি

০১ টি

০০ টি

০৩

সায়েন্টিফিক অফিসার

০১ টি

০০ টি

০১ টি

০৪

উচ্চমান সহকারী

০১ টি

০১ টি

০০ টি

০৫

নৈশ প্রহরী

০১ টি

০১ টি

০০ টি

 

 

 

দিনাজপুর জেলার গবাদিপশুর পরিসংখ্যানঃ

 

ক্রমিক নং

প্রজাতি

সংখ্যা

০১

মোট গরু

১৬,৭১,২১৪ টি

০২

দেশী গরু

১৪,২০,৫৩১ টি

০৩

শংকর জাত গরু

২,৫০,৬৮৩ টি

০৪

প্রজননক্ষম গাভী

৫,৮৪,৯২৫ টি

০৫

মহিষ

৩,১৩২ টি

 

দিনাজপুর জেলার গবাদিপশুর খামারের পরিসংখ্যানঃ

 

ক্রমিক নং

খামারের বিবরন

সংখ্যা

০১

গাভীর খামার

১,১২৯ টি

০২

গবাদিপশু হৃষ্টপুষ্ট খামার

৯২৬ টি

০৩

মহিষের খামার

১১ টি

০৪

ছাগলের খামার

৫৯৯ টি

 

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, দিনাজপুর এর কৃত্রিম প্রজনন সংক্রান্ত সাধারন তথ্যাদিঃ

 

ক্রমিক নং

বিবরণ

সংখ্যা

০১

উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন)

০৯ জন

০২

এ আই টেকনিশিয়ান (সেচ্ছাসেবী)

১১১ জন

০৩

কৃত্রিম প্রজনন উপকেন্দ্র

১৩ টি

০৪

কৃত্রিম প্রজনন পয়েন্ট ( সেচ্ছাসেবী দ্বারা পরিচালিত)

১১১ টি

০৫

কৃত্রিম প্রজনন পয়েন্ট ( এফ এ এ আই দ্বারা পরিচালিত)

০৬ টি

০৬

কৃত্রিম প্রজনন পয়েন্ট (তরল সিমেন)

২৯ টি

০৭

কৃত্রিম প্রজনন পয়েন্ট (হিমায়িত সিমেন)

৮২ টি

 

 

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, দিনাজপুর এর কৃত্রিম প্রজনন কার্যক্রম সংক্রান্ত তথ্যাদিঃ

 

ক্রমিক নং

সিমেনের ধরন

 

 

অর্থবছর ২০২২-২৩

অর্থবছর ২০২৩-২৪

লক্ষমাত্রা

প্রাপ্তি

অর্জন

অর্জনের হার (%)

লক্ষমাত্রা

প্রাপ্তি

অর্জন

অর্জনের হার (%)

০১

তরল (মাত্রা)

২,৩০০

 

২২,১৯৩

৯৬.৪৯

২২,০০০

 

২২,৯৮৬

১০৪.৪৮

০২

হিমায়িত (মাত্রা)

৬৮,০০০

 

৭৭,৩১১

১১৩.৬৯

৬৮,০০০

 

৭১,৩৩৬

১০৪.৯১

 

 

 

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, দিনাজপুর এর বাছুর উৎপাদন সংক্রান্ত তথ্যাদিঃ

 

ক্রমিক নং

সিমেনের ধরন

 

 

অর্থবছর ২০২২-২৩

অর্থবছর ২০২৩-২৪

লক্ষমাত্রা

অর্জন

অর্জনের হার (%)

লক্ষমাত্রা

অর্জন

অর্জনের হার (%)

০১

তরল এবং হিমায়িত

৩৪,৫০০

৩৬,৫৬৫

১০৯.৪৩

৩৪,২৫০

৩৮,৩৩৯

১১১.৯৪

 

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, দিনাজপুর এর কৃত্রিম প্রজনন ফি বাবদ রাজস্ব আয় সংক্রান্ত তথ্যাদিঃ

 

ক্রমিক নং

সিমেনের ধরন

 

 

অর্থবছর ২০২২-২৩ রাজস্ব আয়

অর্থবছর ২০২৩-২৪ রাজস্ব আয়

০১

তরল 

৩,৩২,৯৭০/-

১১,৪৯,৩০০/-

০২

হিমায়িত

২৩,৩৪,৬৬০/-

৫৩,৫০,২০০/-

সর্বমোট

২৬,৬৭,৬৩০/-

৬৪,৯৯,৫০০/-

 

 

 

দিনাজপুর জেলার প্রাণিজ আমিষ উৎপাদন সংক্রান্ত তথ্যাদিঃ

 

ক্রমিক নং

প্রাণিজ আমিষের ধরন

 

 

অর্থবছর ২০২২-২৩

অর্থবছর ২০২৩-২৪

লক্ষমাত্রা

অর্জন

অর্জনের হার (%)

লক্ষমাত্রা

অর্জন

অর্জনের হার (%)

০১

দুধ (মেঃটন)

২,৫৭,৫০০

২,৮৬,৮০৮

১১১.৩৮

২,৮২,৫০০

৩,৬৩,০৪০.৭৩

১২৮.৫১

০২

মাংস (মেঃটন)

২,২৫,৫০০

২,৯৭,৩৫৩.৫

১৩১.৮৬

২,২৭,০০০

২,৬০,৮৮৭.৭৫

১১৪.৯৩

 

দিনাজপুর জেলার উন্নত জাতের ঘাস উৎপাদন সংক্রান্ত তথ্যাদিঃ

 

ক্রমিক নং

ঘাসের ধরন

 

অর্থবছর ২০২২-২৩

অর্থবছর ২০২৩-২৪

লক্ষমাত্রা(একর)

অর্জন (একর)

অর্জনের হার (%)

লক্ষমাত্রা (একর)

অর্জন (একর)

অর্জনের হার (%)

০১

নেপিয়ার

১৩২

২৩৬.১

১৭৮.৮৬

১২৫

১৫৮.৭৭

১২৭.০২

 

সমস্যা ও চ্যালেঞ্জঃ

মাঠ পর্যায়ের প্রান্তিক খামারীগণ গবাদিপশু পালনে ব্যাপক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। গবাদিপশুর গুণগত মানসম্পন্ন খাদ্যের অপ্রতুলতা, রোগের প্রাদুর্ভাব, সুষ্ঠু সংরক্ষণ ও বিপণন ব্যবস্থার অভাব, লাগসই প্রযুক্তির অভাব, সচেতনতার অভাব, প্রণোদনামূলক উদ্যোগের অভাব, উৎপাদন সামগ্রীর উচ্চ মূল্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সীমিত জনবল ও বাজেট প্রাণিসম্পদ উন্নয়নে অন্যতম চ্যালেঞ্জ।


ভবিষ্যত পরিকল্পণাঃ

ভিশন ২০৪১ অনুযায়ী প্রাণিজ আমিষের ঘাটতি পুরণের লক্ষ্যে দুধ ও মাংসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। এছাড়া এ খামার হতে উন্নত জাতের শংকর বাচ্চা উৎপাদন করে বিধিমত সরকারি ও বেসরকারি খামারে সরবরাহের মাধ্যমে দেশে প্রানিজ আমিষের ঘাটতি পূরণ করা। তাছাড়া প্রাণিসম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি খামারীদের প্রশিক্ষণের মাধ্যমে আমিষের উৎপাদন বৃদ্ধি, বেকারত্ব লাঘব ও আয় বৃদ্ধির মাধ্যমে কাংখিত আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিতকরন।


বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে প্রাণিজাত পণ্যের যথাযথ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে বাজার ব্যবস্থার সংযোগ জোরদারকরণ, পণ্যের বহুমুখীকরণ, ফুড সেফটি নিশ্চিতকরণ এবং ক্যাটেল ইনসুরেন্স ব্যবস্থা প্রবর্তন করা হবে। গবাদিপশু ও পাখির রোগ নিয়ন্ত্রণ, নজরদারি, চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন এবং রোগ অনুসন্ধান গবেষণাগার স্থাপন করা হবে । দুগ্ধ ও মাংসল জাতের গরু উৎপাদন বৃদ্ধির জন্য কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গরু-মহিষের জাত উন্নয়ন এবং অধিক মাংস উৎপাদন ক্ষমতা সম্পন্ন গরুর জাত উন্নয়ন করা হবে। পশু খাদ্যের সরবরাহ বাড়াতে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ, টিএমআর প্রযুক্তির প্রচলন ও পশু খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণাগার স্থাপন করা হবে। তাছাড়া প্রাণিসম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি প্রাণিজ আমিষের নিরাপত্তা বিধান, আপামর জনগোষ্ঠীর পুষ্টির চাহিদাপূরণ, রপ্তানি আয় বৃদ্ধি ও অভিষ্ঠ জনগোষ্ঠীর অংশ গ্রহণের মাধ্যমে কাঙ্খিত আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকরণ। সর্বোপরি, প্রাণিসম্পদ অধিদপ্তরের সাথে সংশ্লিষ্ট SDG-এর ৯টি অভীষ্ট ও ২৮টি লক্ষ্যমাত্রা অর্জনে প্রাণিসম্পদ অধিদপ্তর ইতোমধ্যে কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে যা বাংলাদেশের জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পুরনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



২০২৪-২০২৫ অর্থ বছরে সম্ভাব্য অর্জনঃ

১।৯২ হাজার টি গাভী ও বকনাতে কৃত্রিম প্রজনন

২। ৩৬৮০০ টি বাছুর উৎপাদন